প্রভাত সংবাদ ডেস্ক: তৈমুর এবং জেহ, দুই সন্তান হওয়ার আগে বেসরকারি একটি এফএম চ্যানেলে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল করিনা কাপুর খানকে। মাতৃত্ব থেকে কেরিয়ারে সাফল্যের চাবিকাঠি, স্বাধীনচেতা নারীর মনোভাব, বিবাহ বিচ্ছেদের কারণ এবং সমস্যা নিয়ে ইন্ডাস্ট্রির নামকরা নায়িকাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে দেখা গিয়েছিল করিনাকে।
প্রতিটা এপিসোড তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন শ্রোতা-দর্শকরা। হিন্দিতে সেই শো এবার বাংলাতে। একই চ্যানেলের জন্য বাংলায় নতুন শো ‘ইশক উইথ নুসরত’ সঞ্চালনা করবেন অভিনেত্রী নুসরত জাহান।
নতুন দায়িত্ব, নতুন ভূমিকা নিয়ে উত্তেজিত নুসরত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শো-এর শুটিংয়ের কিছু মুহূর্ত। আগামী ১৫ নভেম্বর থেকে ওই চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে সেই শো। ইনস্টাগ্রাম স্টোরিতে শো-এর অতিথিদের ঝলকও ভাগ করে নিয়েছেন সঞ্চালিকা। সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রকে। শোয়ের জন্য সদ্য শুট করলেন তনুশ্রী চক্রবর্তীও। মেকআপ রুমের সেলফি শেয়ার করেছেন নুসরত। করিনার মতো নুসরতের শো-এর বিষয়বস্তু এক থাকবে নাকি নতুন কিছু উপহার দেবেন, তার দিকে মুখিয়ে অনুরাগীরা। ঈশানের জন্মের পরেই জোরকদমে কাজ শুরু করেছেন তিনি। এক সপ্তাহের বিশ্রামের পরেই শুটিং শুরু করেছেন নুসরত। ঈশানের বাবা যশের সঙ্গে দিন কয়েক আগেই ছুটে গিয়েছিলেন কাশ্মীরে। সেখান থেকে ফিরেই আবারও সুখবর দিলেন নায়িকা। সবমিলিয়ে বর্তমানে উত্তেজনায় ভরপুর তাঁর জীবন।
আ/কা