প্রভাত সংবাদ ডেস্ক : হিরো আলমের নতুন সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’-এ অভিনয় করছেন এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুন। এতে তাকে দেখা যাবে নায়িকার বোনের চরিত্রে। এরই মধ্যে সাভারে ডিপজলের বাড়িতে সিনেমার শুটিং শুরু হয়েছে।
হিরো আলম বলেন, ‘মুনমুন আপা অনেক সিনিয়র একজন অভিনয়শিল্পী। তার মতো একজন শিল্পী আমার অভিনয়ের প্রশংসা করেছেন; এটা আমার জন্য অনেক বড় আনন্দের।’
তিনি আরও বলেন, ‘শুটিং করার পর আপা আমাকে বললেন-আগে আপনার সম্পর্কে অন্যরকম কিছু শুনেছিলাম। দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী। আপার কথাগুলো ভালো লেগেছে।’
‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। এতে হিরো আলম-মুনমুন ছাড়াও অংশ নিয়েছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ।
এদিকে, আগামী ২৮ তারিখ থেকে ‘নষ্ট হওয়ার কষ্ট’ নামে নতুন আরও একটি সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন হিরো আলম।
সূত্র : আমাদের সময়।