1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা বুড়িচংয়ে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত বাংলার কৃষক শ্রমিক জনতা কুমিল্লা গোমতী নদীর পুরো চর জুড়ে সবুজের সমারোহ।। সবজি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের রক্তস্বল্পতা দূর করতে পারে যেসব খাবার টিপু সুলতান ছিলেন একজন ধর্মনিরপেক্ষ শাসক আধুনিক অপটিকাল সিস্টেম, আলো পথ দেখাচ্ছে ঝিনুক চীনা নরম খোলসধারী কচ্ছপের চাষ, প্রজনন ও চাষ ব্যবস্থাপনা পদ্ধতি ইসলামী ফ্রন্টের বিবৃতি।। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা বুড়িচংয়ে মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেডিকেল শিক্ষা : জ্ঞান, দক্ষতা ও মনোভাব

শ্রাবন্তীর গলায় লকেটে খোদাই করে লেখা কার নাম? চতুর্থ প্রেমর গুঞ্জন!

  • প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ ডেস্ক : সোশ‍্যাল মিডিয়ায় বিতর্ক, সমালোচনাকে এক রকম সর্বক্ষণের সঙ্গী বানিয়ে ফেলেছেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় । তবে অভিনয় নয়, ব‍্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন তিনি। প্রথম তিন তিনটি বিয়ে ভেঙে গিয়েছে শ্রাবন্তীর। সেই বিধানসভা ভোটের সময় থেকেই চতুর্থ প্রেমিকের গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর।

সেই গুঞ্জনের আগুনে ঘি পড়েছে শ্রাবন্তীর একটি নতুন ছবি দেখে। সম্প্রতি একটি সেলফি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। আলো আঁধারি পরিবেশে সমুদ্র সৈকতে বসে রয়েছেন অভিনেত্রী। তবে নেটিজেনদের চোখ আটকেছে শ্রাবন্তীর গলার লকেটে।

সোনালি চেনের সঙ্গে ঝুলতে থাকা লকেটে কার নাম লেখা? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছেন নেটনাগরিকদের মনে। অনেকের মতে, চতুর্থ প্রেমিক অভিরূপের নাম লকেটে খোদাই করে রেখেছেন শ্রাবন্তী। আবার অনেকের দাবি, নিজের নামই তিনি লিখেছেন লকেটে। তবে অভিনেত্রী এ ব‍্যাপারে কোনো কথাই বলেননি।

শ্রাবন্তীর আবাসনেরই অন‍্য একটি টাওয়ারে অভিরূপের ফ্ল‍্যাট। চতুর্থ প্রেমিককে নাকি একটি হীরে ও প্ল‍্যাটিনামের আংটি উপহারও দিয়েছেন অভিনেত্রী। একসঙ্গে জন্মদিন উদযাপন করেছেন দুজনে। এমনকি ছেলে ও হবু বৌমার পাশাপাশি অভিরূপকেও সঙ্গী করে মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন শ্রাবন্তী। কথায় বলে যা রটে তার কিছু তো ঘটে। কিন্তু রটনার কিছুই মানতে রাজি নন শ্রাবন্তী।

সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে হ‍্যালোউইন পার্টিতে মজেছিলেন শ্রাবন্তী। আলো আঁধারি দিয়ে তৈরি করা ভূতুড়ে পার্টির আমেজ। হুক্কা, মদ সহযোগে চুটিয়ে পার্টি উপভোগ করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা মিলেছিল অভিরূপেরও। যদিও শ্রাবন্তীর নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করা একাধিক ছবি, ভিডিওর কোনোটাতেই দেখা যায়নি অভিরূপকে। খুব সতর্ক ভাবেই চর্চিত প্রেমিকের ছবি পোস্ট থেকে বিরত থেকেছেন অভিনেত্রী। তাঁর বক্তব‍্য, তিনি এখন পুরোপুরি সিঙ্গল।

সম্প্রতি শোনা গিয়েছিল ছেলে ও হবু পুত্রবধূর সঙ্গে মালদ্বীপে যাওয়ার সময় শ্রাবন্তীর সঙ্গী হয়েছিলেন অভিরূপ। এমনকি তাঁর বিশ্বকর্মা পুজোতেও দেখা মিলেছিল অভিনেত্রীর। এ বিষয়ে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের দাবি, তিনি ও শ্রাবন্তী যখন প্রেম করছিলেন তখনো বিষয়টি প্রকাশ‍্যে আনতে দেননি অভিনেত্রী। এবারেও তেমনি কিছু সন্দেহ করছেন রোশন।
বা/নি/হা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন