প্রভাত সংবাদ ডেস্ক : গতকাল থেকে ভারতের আগরতলায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম, চলচ্চিত্র অভিনয়শিল্পী ফেরদৌস, অপু বিশ্বাস এবং সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দীন। মঙ্গলবার সকালে তারা সড়কপথে আগরতলার উদ্দেশে ঢাকা ছাড়েন। এই দলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও কর্তাব্যক্তিরাও ছিলেন।
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শোর জন্যও আমন্ত্রিত হয়ে যান তিনি। কিন্তু ২০১৯ সালে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিপাকে পড়েন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত অভিনেতা। ভারত সরকার দেশটিতে ফেরদৌসের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। ফলে গত তিন বছর ছবির শুটিং তো দূরে থাক, অন্য কোনো ধরনের প্রয়োজনেও ভারতে ঢুকতে পারেননি।
এবার উৎসবে অংশ নিতে তিনি সেখানে গেলেন। ২৩ ফেব্রুয়ারি আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন তিনি। চলচ্চিত্র উৎসবের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে ২৭ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন তারা। তবে মমতাজ কয়েকটা দিন কলকাতায় কাটিয়ে আসবেন বলে জানা গেছে।
গতকাল রাতে অনুষ্ঠানস্থল থেকে নায়িকা অপু বিশ্বাসের ভেরিফাই ফেইসবুক পেইজ লাইবে অংশ নিতে দেখা যায়। এতে দেখা যায়, সাংসদ ও শিল্পী মমতাজ বেগম গান গাইছেন। এসময় মমতাজ অপু বিশ্বাস ও নায়ক ফেরদৌসকে মঞ্চে উঠার আহবান জানালে তারাও মঞ্চে উঠে গানের সাথে সাথে সুর ধরে হেলিয়ে দুলিয়ে মঞ্চ মাতিয়ে তুলেন।
আ/স