প্রভাত সংবাদ ডেস্ক: সাফল্যের যেন নতুন সিঁড়ি খুঁজে পেয়েছে ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি। পরপর যেকটি ছবি মুক্তি পাচ্ছে সবকটিই হিট। আর শুধু দক্ষিণ ভারতে নয়, গোটা দেশেই এখন দক্ষিণী সিনেমার জয়জয়কার। সদ্য মুক্তি পেয়েছে সুপারস্টার অজিত কুমারের ‘ভালিমাই’ । মুক্তির প্রথম দিনেই বড়সড় রেকর্ড ভেঙেছে এই তামিল ছবি। পেছনে ফেলে দিয়েছে থালাপতি বিজয়ের ‘মাস্টার’কেও।
গত ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ভালিমাই’। তামিল ছাড়াও তেলুগু, কন্নড় এবং হিন্দি সংষ্করণও হয়েছে এই ছবির। মুক্তির প্রথম দিনে শুধু তামিলনাড়ুতেই ৩৪ কোটি রুপির ব্যবসা করেছে এই ছবি। গোটা বিশ্বের হিসেব ধরলে প্রথম দিনে ৫৯.৪৮ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে অজিতের ছবি।
দ্বিতীয় দিনে সংখ্যাটা একটু কমেছে। সারা বিশ্বে ৩৫.৭৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তবে মুক্তির পর মাত্র তিন দিনেই ১০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গিয়েছে ভালিমাই। এই সংখ্যাটা যে আগামী দিনে আরো বাড়বে তা নিয়ে সন্দেহের খুব একটা অবকাশ থাকে না।
উল্লেখ্য, ‘ভালিমাই’ যথেষ্ট বড় বাজেটের ছবি। সূত্রের খবর মানলে ১৫০ কোটি রুপি লেগেছে ছবিটি বানাতে। ছবি পরিচালনা করেছেন বিনোদ, প্রযোজনার দায়িত্বে ছিলেন বনি কাপুর। সুপারস্টার অজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশিও।
প্রসঙ্গত, দক্ষিণী ছবির উন্মাদনাকে দেখে নতুন ছবি তো বটেই, পুরনো ছবিগুলিকেও হিন্দিতে ডাবিং করে মুক্তি দেওয়া হচ্ছে। দক্ষিণী ইন্ডাস্ট্রির সুদিনের শুরুটা হয়েছিল বাহুবলী দিয়ে। তারপর একের পর এক কালা, কাওয়ালি, রোবট, কেজিএফ, জয় ভীম আর এখন পুষ্পা। প্রতিটি ছবিই হিট হয়েছে বক্স অফিসে। উপরন্তু হিন্দি ভাষাভাষী ক্ষেত্রে যে পরিমাণ সাফল্য ছবিগুলি পেয়েছে তাতে ভবিষ্যতে নির্মাতারা উত্তর ভারতকে মাথায় রেখেই যে ছবি বানাবেন তাতে সন্দেহ নেই।
বা/হা/নি