প্রভাত সংবাদ ডেস্ক : কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা অবস্থানরত কুমিল্লাবাসীর উদ্যোগে কুমিল্লার উন্নয়ন ও কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে শনিবার সন্ধ্যায় ঢাকা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় কুমিল্লা সদর সমিতি ঢাকার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক সচিব ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান হুমায়ন, সাবেক সচিব আনোয়ার ফারুক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট জাতীয় কমিটির সদস্য মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ ফারুক, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজকের উন্নয়নের ডিজিটেল বাংলাদেশ। আর শেখ হাসিনার হাত ধরেই নির্মাণ হবে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ। শেখ হাসিনা সুস্থ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা নামেই বিভাগ দিবেন এই আশ্বাস দিয়ে তিনি কুমিল্লা বাসীকে ধ্যর্যশীল হতে বলেন। মুসলমানদের নামাজ পড়ে দোয়া করতে এবং সকল ধর্মের ব্যাক্তিদেরকে প্রার্থনা করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘআয়ুর জন্য যাতে বঙ্গবন্ধুর স্বপ্ন ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে পারেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকায় অবস্থিত কুমিল্লার বিভিন্ন স্তরের নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত কুমিল্লার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
#প্রভাত সংবাদ /