মোহাম্মদ শাহ আলম শফি।। কুমিল্লা আদর্শ সদর উপজেলার শঙ্করপুর প্রকাশ বড়দৈল এলাকায় মেসার্স এস আই বি বি (শফিকুল ইসলাম ভুইয়া ব্রীকস্) নামের অবৈধ একটি ইটভাটা অপসারনের দাবীতে গতকাল শনিবার দুপুরে স্থানীয় গ্রামবাসী প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় পরিবেশ রক্ষার বিষয় নিয়ে বক্তব্য রাখেন ফারুক হোসেন সহ পঙ্গুত্ববরণকরা আবুল বাছির, সাইফুল, মোজাম্মেল হক, আলমগীর হোসেন, হেদায়েতুল ইসলাম ভূইয়া, তারিক ইকবাল খোকন, মোঃ মহসিন কবির, মোঃ আবু ফজল রাসেল প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন জেলার আদর্শ সদর উপজেলার শঙ্করপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দেশের অন্যতম বৃহৎ চক্ষুহাসপাতাল সংলগ্ন স্থানে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই এলাকার শফিকুল ইসলাম একটি ইটভাটা স্থাপন করে। এসময় পরিবেশ দূষণসহ ফসলী জমি নষ্টের আশঙ্কায় স্থানীয়রা ইটভাটাটি অপসারনের দাবী জানায় পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দফতরে। ২০১২ সালের ১৬ মে প্রথমে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত আবেদন পেশ করেন। এসময় সংযুক্ত কপি ও অনুলিপি বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরেও প্রেরণ করেন। পরিবেশ আইনের নীতিমালায় আবাসিক এলাকা থেকে ৩কিলোমিটার দুরত্বের মাঝে কোন ইটভাটা স্থাপনের নিষেধাজ্ঞা থাকলেও এই ইটভাটার ৩’শ গজের মধ্যে শত শত বাসা-বাড়ি ও দেশের অন্যতম বৃহৎ চক্ষু হাসপাতাল, ও দুটি বৃহৎ আকারের মাদ্রাসার অবস্থান। পরিবেশ অধিদপ্তরে অভিযোগের প্রেক্ষিতে ২০১২ সালে ইটভাটাটি স্থানান্তরের সুপারিশ করা হলে মালিকপক্ষ স্থানান্তরের পূর্বে আর চালু করবেনা বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। কিন্তু পরবর্তীতে ইটভাটা মালিক আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড সভাপতির পদ বাগিয়ে নিয়ে প্রভাব খাটায় এবং ইটভাটা চালু অব্যাহত রাখে। এরপর পরিবেশ অধিদপ্তরের অসহযোগীতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইটভাটা মালিক এলাকায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে হামলা-মামলা, জেল-জুলুম ও শারীরিক নির্যাতনে পরবর্তী একদশকেরও বেশী সময় পালিয়ে থাকতে হয়েছে অনেককেই। গত ৪ আগষ্ট ২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে ইটভাটা মালিক শফিকুল আদর্শ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান টুটুলের নেতৃত্বে মহাসড়কে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলাসহ গুলি বর্ষণ করেছিল। এরপর ৫ আগষ্ট থেকে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি তিনি আবার এলাকায় এসে ইটভাটা চালু অব্যাহত রাখেন। নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র মতে, প্রভাবশালী একটি রাজনৈতিক ব্যানারের ছত্রচ্ছায়ায় তিনি বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানটি চালু রাখলেও মহাসড়কে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে কোন মামলা না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এমতাবস্থায় ইটভাটাটি বন্ধসহ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দ্রুত শফিকুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
#