প্রভাত সংবাদ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ বিদেশি মদের দুটি কনটেইনার জব্দের ঘটনায় দুই জনকে আটক করেছে র্যাব-১১। সুতা ও মেশিনারিজ ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে এসব মদ আমদানি করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) রাতে সোনারগাঁয়ের টিপরদি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিদেশি মদ ও বিয়ারভর্তি দুটি কনটেইনারসহ দুই জনকে আটক করা হয়। শনিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানান র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
আটককৃতরা হলেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাটের মৃত শেখ জয়নুল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও শ্রীনগরের ষোলঘর ভুইচিত্র এলাকার মো. আক্কাস মোল্লার ছেলে মো. নাজমুল মোল্লা (২৩)।
লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘শুক্রবার রাতে তথ্য পাই চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারভর্তি দুটি কনটেইনার ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালানো হয়। পরে কনটেইনার দুটি আটক করা হয়। এ নিয়ে কাস্টমসের সঙ্গে যোগাযোগ করি। কাস্টমসের গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তাদের উপস্থিতিতে কনটেইনার দুটি খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘দুটি চালানের একটিতে সুতা এবং অপরটিতে মেশিনারিজ লেখা ছিল। ট্যাক্সের কোনও কাগজ আমরা পাইনি।আমদানিকারক কারা এ বিষয়ে কাস্টমস জানে। এখন পর্যন্ত আমরা দুই জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বলেন, ‘আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সুতা ও মেশিনারিজ ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। এর মধ্যে গত ২০ জুলাই কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে চীন থেকে টেক্সটার্ড ইয়ান ঘোষণায় আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের পণ্য এবং একই দিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ও সুতা ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের পণ্য খালাসে পৃথকভাবে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। প্রতিষ্ঠান দুটির সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে ছিল ডবলমুরিং থানাধীন ৬৯৯ কেবি দেভাশ লেনের জাফর আহমেদ।’
তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় মদভর্তি দুটি কনটেইনার খালাস হবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর টিম অনুসন্ধান করে জানতে পারে চালান দুটি সন্ধ্যা সাড়ে ৬টায় বের হয়ে গেছে। এরপর কনটেইনার নম্বর ট্র্যাকিং করে গোয়েন্দা সংস্থা, র্যাব ও হাইওয়ে পুলিশের সহায়তায় গাড়ি দুটি সোনারগাঁ ও নারায়ণগঞ্জ থেকে জব্দ করা হয়।’
সূত্র : বা/ট্রি