1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অবহিতকরণ অনুষ্ঠানে মৃতের পরিবারের মাঝে দের কোটি টাকার চেক বিতরণ এবারের নির্বাচন আনন্দমূখর হবে – মোবাশ্বের আলম ভূইয়া ভ্রাতৃত্ব বন্ধনের প্রত্যয়ে দৈনিক আজকের জীবন পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল কুমিল্লা মহানগরীর শ্যুটার রাজিব গ্রেফতার মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত গোমতী নদীতে মাটি কাটার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না- জেলা প্রশাসক কুমিল্লা সংযম সাধনার মাসে বাজারে ভোগান্তি কেন? দেশে গণতন্ত্র উত্তোরণে বড় বাধা মব জাস্টিস বন্ধ চায় ইসলামী ফ্রন্ট  কুমিল্লায় অবৈধ ইটভাটা অপসারনের দাবীতে প্রতিবাদ সমাবেশ

শান্তিতে নেই দাবাং খান! প্রাণভয়ে ৭ জন দেহরক্ষী নিয়ে ঘুরছেন সালমান

  • প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ ডেস্ক: প্রাণের মায়া বড় মায়া। পর্দায় যতই দাবাং খান হন না কেন, হুমকি চিঠি পেতেই মুখ চুন সালমানের । উপর্যুপরি খুনের হুমকি পেতে পেতে বুক দুরদুর অভিনেতার। আত্মরক্ষার কোনো চেষ্টাই বাকি রাখছেন না তিনি। নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখা থেকে শুরু করে বুলেট প্রুফ গাড়ি পর্যন্ত কিনে ফেলেছেন সালমান।

এভাবে তটস্থ হয়ে আর কতদিন থাকা যায়? মুম্বই থেকে তাই কিছুদিনের ছুটি নিয়ে দুবাই উড়ে গিয়েছেন ভাইজান। তবে সেখানেও শান্তি মেলেনি। প্রাণ ভয়ে চতুর্দিকে দেহরক্ষী নিয়ে ঘু্রতে হচ্ছে তাঁকে। সম্প্রতি দুবাইয়ের একটি মলে ঘুরতে গিয়েছিলেন সালমান। সেখানকার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

সাতজন দেহরক্ষী নিয়ে ঘুরতে দেখা গিয়েছে সালমানকে। তাঁর সর্বক্ষণের সঙ্গী শেরা তো রয়েছেনই, পাশাপাশি আরো কয়েকজন দেহরক্ষী নিযুক্ত করেছেন তিনি। ভিডিও ভাইরাল হতে দুঃখ প্রকাশ করেছেন কয়েকজন। অনেকেই জানেন, সালমান নিজের মর্জি মতো জীবন কাটাতে ভালবাসেন।
প্রায়ই মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালিয়ে ঘুরতে দেখা যায় তাঁকে। একবার নিজের বাগানবাড়ির কাছে অটো নিয়েও বেরিয়েছিলেন সালমান। এমন একজন মানুষকে আজ চতুর্দিকে নিরাপত্তা নিয়ে ভয়ে ভয়ে ঘুরতে হচ্ছে। স্বাধীনভাবে বাঁচার অধিকারটাও চলে গিয়েছে সালমানের, মন্তব‍্য করেছেন একজন।

আরেকজন কটাক্ষ করেছেন, কী অদ্ভূত জীবন! কৃষ্ণসার হরিণটি মরে গিয়েও প্রতিশোধ নিচ্ছে। কারোর মতে, পাপের ফল ভোগ করছেন সালমান। তবে ভাইজান ভক্তের সংখ‍্যাও কম নেই। সল্লুর স্টাইল দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন তারা। ইতিমধ‍্যেই দুবাই থেকে ফিরেও এসেছেন অভিনেতা। বিমানবন্দরেও একই রকম নিরাপত্তা ব‍্যবস্থা ছিল তাঁর জন‍্য।

কিছুদিন আগেই মুম্বাই পুলিশ কমিশনারের কাছে অনুমতি নিয়ে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখা শুরু করেছেন সালমান। বুলেট প্রুফ নতুন গাড়িও কিনেছেন তিনি। দুবাই উড়ে যাওয়ার সময়ে নিজের ঝাঁ চকচকে বুলেট প্রুফ ল‍্যান্ড ক্রুজারে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান সালমান।
সঙ্গে ছিল তাঁর নিরাপত্তারক্ষীদের টিমও। কিন্তু নিজের সুরক্ষা একলাফে কয়েক ধাপ বাড়াতে কত টাকা খসাতে হল ভাইজানকে? সূত্রের খবর বলছে, মোট ১.৫০ কোটি টাকা খরচ করে বুলেট প্রুফ টয়োটা ল‍্যান্ড ক্রুজারটি কিনেছেন তিনি।
#বা/হা/নি

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন