1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গোমতী নদীতে মাটি কাটার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না- জেলা প্রশাসক কুমিল্লা সংযম সাধনার মাসে বাজারে ভোগান্তি কেন? দেশে গণতন্ত্র উত্তোরণে বড় বাধা মব জাস্টিস বন্ধ চায় ইসলামী ফ্রন্ট  কুমিল্লায় অবৈধ ইটভাটা অপসারনের দাবীতে প্রতিবাদ সমাবেশ দৈনিক ইবি নিউজ ২৪ এর খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা হানকির জলায় অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ৩ টি ড্রাম ট্রাক,আটক-১ কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার কুমিল্লা চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে হত্যা,গ্রেফতার-৮ কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে যৌথ তদারকি অভিযান ইফতারের দোয়া ও গুরুত্ব

কুমিল্লা গোমতী নদীর চরে শীতকালীন সবজির আগাম চাষে নিরব বিপ্লব

  • প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

শিশির সমরাট ।। কুমিল্লা গোমতী নদীর চরে শীতকালীন সবজির আগাম চাষ করে নিরব বিপ্লব ঘটিয়েছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী কৃষিনীতি আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে কুমিল্লার কৃষি চিত্র। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় আগাম সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

প্রায় দুই যুগ ধরে কৃষিক্ষেত্রে গোমতীর চরে সবজি চাষে নীরব বিপল্পব ঘটেছে। সবজির উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কৃষকদের আয়ও বেড়েছে। তবে মাটি খেকোদের কবলে পরে হাজার হাজার একর জমি এখন বিপন্ন। এতে অনেক কৃষকই এখন পথে বসতে হয়েছে। তাদের বুকফাটা বোবা কান্না যেন দেখার কেউ নেই। স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড নিরব দর্শকের ভূমিকা পালন করছে। অভিযোগ রয়েছে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে প্রকাশ্যেই কেটে নিয়ে যাওয়া হচ্ছে গোমতীর চরের মাটি। এতে এক দিকে যেমন বিলীন হচ্ছে ফসলি জমি, অন্যদিকে গোমতীর বাঁধ হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ। ফলে যে কেন সময় বেরীবাঁধ ভেঙ্গে তলিয়ে যেতে পারে কুমিল্লা সিটি শহর সহ বেশ কয়েকটি উপজেলা।

কুমিল্লা জেলার কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায়, চলতি বছর ব্যাপক শীলকালীন সবজি চাষ হয়েছে। উল্লেখযোগ্য হল ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউ, শিম, বেগুন, পটল, মূলা, টমেটো, পালংশাকসহ হরেক রকমের কাঁচা শাক সবজি । এসব সবজি শীতল আবহাওয়ায় বেশ ভালো জন্মে। কৃষকরা এসব সবজি চাষে কম সময়ের মধ্যে অধিক লাভবান হওয়ায় দিন দিন চাহিদা বেড়েই চলছে। বর্তমানে বাজারে আগাম শীতকালীন শাক-সবজির দাম অনেকটাই বেশি। সেই কারণে কৃষকরা সবজি চাষে ব্যস্ত সময় কাটায়। মুনাফার আশায় কৃষকরা এবছরও প্রচুর পরিমান সবজি চাষ করছেন। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের উন্নয়ন ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থার কারণে কৃষকরা এখন সহজেই উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে। এ কারণে কৃষি কাজ এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে। যদিও সার, বীজসহ আনুষঙ্গিক পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে মাঝে মধ্যেই কৃষকরা হোঁচট খায়। তবে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা আরও অধিক জমিতে সবজি চাষে আগ্রহী হবে বলে জানান এলাকার স্থানীয় কৃষকগণ। বর্তমানে কুমিল্লা গোমতী নদীর চরের যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই সবুজের সমারোহ।

কুমিল্লা শহরতলীর ৫নং পাঁচথুবী ও আমড়াতলী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের চাষীরা আগাম সবজি চাষে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সবজির মধ্যে বর্তমানে বরবটি, শিম, লাউ, পটল, বেগুন অধিক লাভজনক। শিম ও বেগুন চাষে লাভ বেশি হওয়ায় অনেকেই এতে উৎসাহিত হচ্ছেন। মিষ্টি কুমড়া, কচু, আলু ইত্যাদি ফসলের প্রতিও কৃষকদের আগ্রহ বাড়ছে। কম সময়ে সবজি চাষে বেশী লাভ হয় বলে অনেকে ঝুঁকে পড়ছেন সবজি চাষে। স্থানীয় কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, এক কাঠা জমিতে বেগুন চাষ করলে খরচ হয় ১৫-২০ হাজার টাকা। উৎপাদিত হয় প্রায় ২ থেকে আড়াইশত মণ বেগুন । এতে প্রায় দেড় লাখ টাকা লাভ আসে। এ বছর সবজির দাম বেশি পাওয়ায় অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানর রহমান বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগের আওতায়ন চাষীদেরকে কৃষি কর্মকর্তারা প্রশিক্ষণ, পরামর্শসহ সবধরণের লজিষ্টিক সার্পোট দেওয়াতে এবং আবহাওয়া সময উপযোগী হওয়ায় এবারে আগাম সবজি উৎপাদন লক্ষ্যমাত্রা অনেক ছাড়িয়ে গেছে। কিন্তু স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, আমরা কৃষি অফিসের কোন রকম সহযোতা পাইনি। যদি সময় মতো আমাদের সহযোগিতা করা হতো তাহলে আরো অধিক পরিমান ফসল উৎপাদন হতো। এতে করে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখা যেত বলে মনে করেন স্থানীয় কৃষকরা।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন