গাজী জাহাঙ্গীর আলম জাবির(বুড়িচং)কুমিল্লা।।কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার সকাল ১২টা এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২০ জুলাই সকাল থেকে ২১ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ১১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।আজকের ডেঙ্গু আক্রান্ত কুমিল্লা মেডিকল কলেজ ২৩ জন,জেলারেল হাসপাতালে দুই জন, ইস্টার্ন মেডিকেল ৪জন, দাউদকান্দি ১৫জন,হোমনা ৪জন, লাকসাম ৮জন,তিতাস ৩জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত মোট ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতাল ৪৯ জন।
কুমিল্লা বিভিন্ন হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি আছে যেমন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩জন,সদর জেনারেল হাসপাতালে ২জন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩জন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স ৭জন ,হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩জন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন,ইস্টার্ন মেডিকেল ৪জন। মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১২জন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন,ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।
#