1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাসিনাবিরোধী আন্দোলনে যাঁরা ছিলেন সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে : বরকত উল্লাহ বুলু কুমিল্লা দাউদকান্দিতে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু বুড়িচংয়ের কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা বুড়িচংয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত কুমিল্লায় জাতীয় দৈনিক ‘আজকের জীবন’ এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুমিল্লা বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সনদপত্র ও ঋণের চেক বিতরণ জুমা দিনের ফজিলত ও গুরুত্ব কুৃমিল্লা দেবিদ্বারে অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেফতার-২ বাখরাবাদ গ্যাস ডিস্ট্টিবিউশন কোম্পানি লিঃ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সাবেক সদস্যদের বিধায় সংবর্ধনা কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-২

পর্দার মুজিব পেলেন রাজউকের দেয়া ১০ কাঠার প্লট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ ডেস্কঃ সংরক্ষিত কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ পেয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠার এবং প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজউক সূত্রের বরাতে সংবাদমাধ্যমর প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ নভেম্বর রাজউকের ১৮তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  আরিফিন শুভ এবং প্রযোজক লিটন হায়দারকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দেন।

প্রতিবেদনে বলা হয়, প্রযোজক লিটন হায়দার গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্লটের জন্য আবেদন করেন; সেই আবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য বলা হয়। ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী তাকে ৩ কাঠার প্লটটি বরাদ্দ দেওয়া হয়।

এ বিষয়ে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা বলেন, “সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ডসভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনো জায়গা নেই।”

আরিফিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া “চিরঞ্জীব মুজিব”সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।
সূত্রঃ ই/ফা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন