1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত বুড়িচং উত্তরগ্রামে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী কুমিল্লায় মৌসুমি বায়ুর প্রভাব, ২৪ ঘন্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড কুমিল্লা বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে বুড়িচং প্রেস ক্লাবের মতবিনিময় কুমিল্লা মুরাদনগরে মা-মেয়ে সহ ৩ জনকে কুপিয়ে হত্যা মামলায় ৮ আসামির ৩ দিনের রিমান্ড কুমিল্লায় দ্রুত বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা কুমিল্লার সীমান্তে ভারতে মানব পাচারকালে ৫ জন আটক কুমিল্লা বুড়িচং লাটুয়ার বাজার- ইজারাবিহীন বাজারে চলছে খাজনা আদায়! আশুরার তাৎপর্য,করণীয় ও বর্জনীয় কুমিল্লা বরুড়ায় দিঘীতে ডুবে দুই শিশুর মৃত্যু

হজমে সমস্যা,অজির্ণ বা পেট ফাপা সহ ১১টি রোগ দূর করার ভেষজ গুণ সম্পন্ন  মুথা ঘাস!

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২১০ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ ডেস্ক :  আল্লাহ পাক আমাদের গাছ-গাছালি তরুলতার মধ্যে কত নেয়ামত দান করছেন, তা মানুষের কল্পনার বাহিরে। আমাদের দেশের প্রতিটি গাছপালা, তরুলতা কোন না কোন রোগের ঔষধ। কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।বৈদিক তথ্যে পাওয়া যাচ্ছে এক শ্রেণীর মশুক বা মুথার কথা; আর সপ্তদশ শতকে এসে সেটির চার প্রকারের উল্লেখ; অবশ্য তাদের প্রত্যেকের গুণ ও উপযোগিতাও পৃথক পৃথক বলা হয়েছে। আলাচ্য বিষয় ভদ্রমুথা সম্পর্কে। এটি এক জাতীয় ঘাস, ঔষধার্থে এর মূল ব্যবহার করা হয়, মূলটি গ্রন্থি আকারের (Tuberous root)। এটি জন্মে বালি প্রধান স্যাঁতসেতে জমিতে, সাধারণ বলে মুথা ঘাস, এর মূলগুলিই ভ্যাদলা মুথা। এই নামটি ভদ্রমস্তকের বিবর্তিত চলতি নাম। এই ঘাসটির বোটানিক্যাল নাম Cyperus rotundus Linn. ফ্যামিলি Cyperaceae। আর একই প্রজাতির আর একটি ঘাস জন্মে জলাসন্ন ভূমিতে। তার পাতা চওড়া, সে ঘাসগুলি এক থেকে দেড় ফুট উচু হয়, তার বোটানিক্যাল নাম Cyperus Scariosus cyperaceae। এছাড়া কৈবর্ত মস্তকের নামোল্লেখ আছে, সেটি আজও সন্দিগ্ধ ওষধি বলে চিহ্নিত। কিন্তু কৈবর্ত মস্তক এই শব্দটি জলজ মস্তকেরই ইঙ্গিত বহন করে।

ব্যবহারিক প্রক্রিয়া:
—————————-

এদিকে বর্ষাকালেই জলদোষে ও কালধর্মে মানুষের যখন অগ্নিমান্দ্য হয়, তখন সে বিষমতা দূর করতে পারবে এই মস্তক। এইটাই তাঁদের অনুশীলন।

১. অজির্ণ বা পেট ফাপা: দমকা পাতলা দাস্ত হয় সেক্ষেত্রে ৪ থেকে ৫ গ্রাম কাঁচা মুথা একটু, থেতো করে ৪ কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে, ছেকে ৪ থেকে ৫ বারে একটু একটু করে খেতে হয়; এটাতে ২ থেকে ১ দিনেই বিশেষ উপকার হয়।

২. আমাশায় : এ রোগে অনেকের পেট কুনকুন করে, ব্যথা করে, সেক্ষেত্রে এই মুথার ক্বাথ খেলে আম ও ব্যথা দুই কমে যায়।

৩. হজমে সমস্যা: যাঁদের পাতলা দাস্ত হয় না, অথচ হজমও হয় না এক্ষেত্রে কাঁচা মুথা ৩ থেকে ৪ গ্রাম, যোয়ান আধ চা-চামচ একসঙ্গে থেতো করে এক কাপ গরম জলে ভিজিয়ে সেটা ছেঁকে সকালে-বিকালে দুই বারে খাওয়া; এর দ্বারা অগ্নিবল ফিরে আসবে।

৪. জ্বরের পিপাসায়: মুথা সিদ্ধ জল (উপরিউক্ত মাত্রায়) একটু একটু করে খেলে জ্বর ও পিপাসা দুই-ই যায়।

৫. জ্বালায়: পিত্তবিকৃতি জনিত গায়ে বা হাত-পায়ের জ্বালায় মুথার রস করে লাগালে উপশম হবে।

৬. মৃগী বা অপষ্মার (এপিলেপসিতে): মুথার রস ১ চা চামচ ৪ থেকে ৫ চা চামচ দুধে মিশিয়ে সেই সময় খাওয়াতে পারলে ওটার তীব্রতা কমে যায়। একটা কথা বলে রাখি যাঁদের এ রোগ আছে, তাঁরা এটা নিয়মিত ব্যবহার করবেন।

৭. মাতাল হলে: মদের নেশা বেশি হলে মুথাসিদ্ধ জল খাওয়ালে ওটা কেটে যায়।

৮. ক্ষত: কোনো কিছুর খোঁচা লেগে ঘা হলে মুথার রসে পাক করা ঘি লাগালে অদ্ভুত ফল পাওয়া যায়।

৯. ঠুনকো হলো: মায়ের স্তনে ঠুনকো হলে এই মুথা বাটা লাগালে ২ থেকে ১ দিনেই যন্ত্রণার উপশম হয়।

১০. পায়োরিয়ার: মুথার রস করে অল্প জল মিশিয়ে খানিকক্ষণ করে মুখে রেখে দিলে ওটা সেরে যায়।

১১. বোলতার কামড়ে: বোলতা কিংবা বিছে হুল বসালে মুথা বেটে ওখানে লাগিয়ে দিয়ে থাকে গাঁয়ের লোকেরা, ওটাতে যন্ত্রণার উপশম হয়।

তথ্যসূত্রঃ চিরঞ্জীব বনৌষধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন