1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত বুড়িচং উত্তরগ্রামে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী কুমিল্লায় মৌসুমি বায়ুর প্রভাব, ২৪ ঘন্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড কুমিল্লা বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে বুড়িচং প্রেস ক্লাবের মতবিনিময় কুমিল্লা মুরাদনগরে মা-মেয়ে সহ ৩ জনকে কুপিয়ে হত্যা মামলায় ৮ আসামির ৩ দিনের রিমান্ড কুমিল্লায় দ্রুত বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা কুমিল্লার সীমান্তে ভারতে মানব পাচারকালে ৫ জন আটক কুমিল্লা বুড়িচং লাটুয়ার বাজার- ইজারাবিহীন বাজারে চলছে খাজনা আদায়! আশুরার তাৎপর্য,করণীয় ও বর্জনীয় কুমিল্লা বরুড়ায় দিঘীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বর্জ্য ও কচুরিপানায় বন্ধ কালাডুমুর নদ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে

।।মাে. লুৎফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি।।

 সপ্ত নদীকন্যা” নামে পরিচিত কুমিল্লার দাউদকান্দি উপজেলা। এ উপজেলার কালাডুমুর নদ দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে। বিভিন্ন স্থানে কচুরিপানা আর বর্জ্যে ভরাট হয়ে গেছে এ নদের পেট। গত বছরের ডিসেম্বরে এ নদের পুনঃখনন কাজ শুরু করা হলেও অজানা কারণে একপর্যায়ে তা থমকে যায় বলে জানান এলাকার লােকজন। স্থানীয়রা নদের কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের নিকট দাৰি জানিয়েছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, মেঘনা, গােমতী,
তিতাস, কাঠালিয়া, ধনাগােদা, ক্ষিরাই ও
কালাভুমুর নদ—এ সপ্তনদী আঁকাবাঁকা হয়ে
কুমিল্লার দাউদকান্দি উপজেলা হয়ে বয়ে গেছে।
কালাভুমুর নদ গােমতী নদী থেকে উৎপত্তি হয়ে এ
উপজেলার গৌরীপুর বাজার, জিংলাতলি,
ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন অতিক্রম করে ইলিয়টগঞ্জ বাজার ঘেঁষে জেলার চান্দিনা উপজেলার পশ্চিমাংশ দিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রবাহিত হয়েছে। বর্তমানে এ নদের উৎসস্থলের পাশে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সামনে মাইথারকান্দি খালের মুখসহ বিভিন্ন স্থান কচুরিপানায় ভরাট হয়ে গেছে। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আদমপুর গ্রামের কৃষক মাে, কালা মিয়া (৮০), সিংগুলা গ্রামের আবদুল লতিফ (৭০), পুটিয়া গ্রামের সুরুজ মিয়া (৬৫), অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক নজরুল ইসলামসহ (৭০) অন্তত ১২ জন বাসিন্দা জানান, একসময় বর্ষা মৌসুমে কালাডুমুর নদে ধান-পাট ও মালবােঝাই নৌকা, ইঞ্জিনচালিত বড় বােট ও কার্গো চলাচল করত। এছাড়া বােরাে মৌসুমে এ নদের পানি সেচের মাধ্যমে কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর, চান্দিনা ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হাজারাে কৃষকের জমিতে ধান লাত। কিন্তু এ চিত্র এখন পালটে গেছে। গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাজার এবং নদ লাগােয়া বাসিন্দাদের বাড়িঘরের যাবতীয় বর্জ্য, হােটেলের পচাবাসি খাবার, মরা পশু-পাখি, ডাবের ঘােসা, পলিথিন-প্লাস্টিক সৰ ফেলা হচ্ছে নদে।
নদের বিভিন্ন স্থানে ব্রিজের নিচে আবর্জনা জমে
পানি প্রবাহে বিঘ্ন ঘটছে। যে কেউ দেখলে মনে হবে এ নদ যেন ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষকবন্ধু মতিন সৈকত বলেন, দীর্ঘ বছর ধরে বালু-পলি জমে এ নদের বেশ কয়েকটি স্থান এখন কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরপুর হয়ে আছে। এ নদ রক্ষার জন্য ১৯৯০ সাল থেকে আন্দোলন করে আসছি। গত ডিসেম্বরে নদের পুনঃখনন কাজ শুরু হলেও কিছুদিন পর তা কেন বন্ধ হয়ে গেল জানি না। দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ জানান, ইলিয়টগঞ্জ বাজার ও ইউপি কার্যালয় কালাডুমুর নদের তীরে অবস্থিত। এ নদের দূষণ ঠেকাতে জনগণের সচেতনতার প্রয়ােজন। তিনি এ নদের অস্তিত্ব রক্ষায় পুনঃখনন কাজ শুরুর দাবি জানান। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মােহাম্মদ আলী সুমন জানান, স্থানীয় এমপি মহােদয় জাতীয় সংসদে
অনেকবার আবেদন করে কালাডুমুর নদের
গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১১কিলােমিটার
পুনঃখননের ব্যবস্থা করেছেন। গত বছরের ১১
ডিসেম্বর গৌরীপুর বাজারসংলগ্ন লক্ষ্মীপুর ব্রিজ
পয়েন্টে এ নদের পুনঃখনন কার্যক্রমের উদ্বােধন
করা হয়। এ নদ দখল-দূষণের হাত থেকে রক্ষার
জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার বিকালে পানি উন্নয়ন বাের্ড
(পাউবাে) কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল লতিফ জানান, গত বছরের ডিসেম্বরে
নদের কিছু অংশের পুনঃখনন কাজ হয়েছে, বর্ষায় কারণে কাজ আটকে আছে। চলতি বছরে কাজটি শেষ হবে বলে আশা করছি।
সৌজন্যে :ইত্তেফাক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন