নেকবর হোসেন ও শিশির সমরাট।। কুমিল্লায় জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল (২৫ মে) জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ, এমপি। এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ,কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক রওশন আরা মান্নান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথি গন উপস্থিত ছিলেন
জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে
বেলা ১১টায় বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি), কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও খিলখিল কাজী। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। এ ছাড়া স্মারক বক্তব্য দেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। অনুষ্ঠানে ধন্যবাদ জানান কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আলোচনার পর অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তৃতায় ড.হাসান মাহমুদ বলেন, নজরুলের সঙ্গে কুমিল্লার নিবিড় সম্পর্ক ছিল। তিনি এখানে তার স্ত্রী নার্গিসকে নিয়ে কবিতা লেখেন।’
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে বলেন,সময়ের সঙ্গে ব্যাপক উন্নয়ন হয়েছে কুমিল্লায়। এখন উঁচু দালানকোঠা তৈরি হয়েছে,সড়ক প্রশস্ত হয়েছে, এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি নির্বাচন কোথাও অংশ নিতে চায় না। কারণ তারা জানে, নির্বাচনে এলে তাদের ভরাডুবি হবে। আমি চাই, বিএনপি ভীতি কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক।
বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ।
#প্রভাত সংবাদ /