প্রভাত সংবাদ ডেস্ক: প্রতিদিন বিভিন্ন কন্টেন্টের হাজার হাজার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হলেও সেখানে মাঝেমধ্যে এমন কিছু ভিডিও উপস্থিত হয় যা দেখে রীতিমতো অবাক হয়ে যান নেটাগরিকরা। যে কারণে সেগুলি দ্রুত ভাইরাল হয়ে পৌঁছে যায় প্রত্যেকের কাছেই। সেই রেশ বজায় রেখেই এবার এক অদ্ভুত ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গেছে নিজের মেয়ের পা ধুয়ে দিচ্ছেন বাবা ও মা।
শুধু তাই নয়, সেই পা ধোয়া পানি অবলীলায় পানও করে ফেলেন তাঁরা। আর এই দৃশ্য দেখেই অবাক হয়েছেন সকলে। এমনিতে এহেন দৃশ্য সচরাচর দেখা যায়না। যদিও, এই কর্মকাণ্ডের পেছনে এক চমকপ্রদ কারণ রয়েছে বলেও জানা গিয়েছে। তবে, এক ঝলকে এই ভিডিও দেখে আপনিও অবাক হবেন।
কি দেখা গেছে সেই ভিডিওতে: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে যে, চেয়ারে বসে থাকা একজন যুবতীর পা ধুইয়ে দিচ্ছেন তাঁর বাবা। মেঝেতে বসে মেয়ের পা নিয়ে দুধ এবং জল দিয়ে তা ভালোভাবে ধুইয়ে দেন ওই ব্যক্তি। পাশাপাশি, সেই কাজে সাহায্য করেন ওই যুবতীর মা। ভালোভাবে মেয়ের পা ধুইয়ে দিয়ে তোয়াল দিয়ে তা মুছে দেওয়া হয়। আর তারপরেই মেয়ের পা ধুইয়ে দেওয়া ওই দুধজল পান করেন ভিডিওতে থাকা ব্যক্তি। পাশাপাশি, ওই যুবতীর মাও সেটি পান করে ফেলেন।
এছাড়াও, ভিডিওটিতে আরও দেখা গিয়েছে যে, লাল রঙের জলে মেয়ের পা ডুবিয়ে একটি সাদা কাপড়ে পায়ের ছাপ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সাধারণত মেয়েরা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তখন এই নিয়ম পালন করা হয়। এদিকে, ইতিমধ্যেই এই পুরো ঘটনার ভিডিও @dc_sanjay_jas নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। পাশাপাশি, সেখানে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। যেটিতে লেখা রয়েছে, “বিদায়ের আগে মেয়ের পায়ের ছাপ রেখে দিচ্ছেন বাবা-মা।”
লিংকে ক্লিক করে দেখে নিন সেই ভিডিও :
भावुक पल..
विदाई से पूर्व बेटी के पद-चिन्हों को घर में संजोकर रखते मां-बाप..????#HeartTouching
VC : SM pic.twitter.com/kJdF8dj4e6— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) August 22, 2022
#বা/হা/নি