গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।কুমিল্লা – ৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী , ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব এম এ জাহের (সাবেক উপজেলা চেয়ারম্যান) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোট ৬৫,৮১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ফুলকপি) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬১,৫২২ ভোট। আলহাজ্ব এম এ জাহের ৪২৮৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর এই বিজয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক আনন্দ মিছিল ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
#