নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লা মুরাদনগরের ধর্ষণকাণ্ডে ভিডিও ছড়ানোর ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার ৪ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক এই রায় দেন।
আদালতে আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন।
আসামিদের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান ।
আসামিরা বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন। তারা হলেন- মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।
এর আগে, গত ২৬ জুন রাতে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে তার ঘরে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটে। এ সময় গ্রেফতার সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের ওই যুবককে বেদম মারধর করে।
শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ওই ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ফজর আলীকে গ্রেফতার করা হয়। বর্তমানে ফজর আলী পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
#