পারভীন হাজারী, কুমিল্লা।। কুমিল্লা চান্দিনায় ট্রাকচাপায় শাহজালাল (৩২) ও জামসেদ আহমেদ (৩৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার (২০ মে) সকাল সোয়া ১১টায় উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল,অন্যজন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. জামসেদ আহমেদ । সে কুয়েত প্রবাসী।
স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তারা উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী মারা যান।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ জানান, দূর্ঘনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
#