1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুমিল্লায় ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ কুমিল্লায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অবহিতকরণ অনুষ্ঠানে মৃতের পরিবারের মাঝে দের কোটি টাকার চেক বিতরণ এবারের নির্বাচন আনন্দমূখর হবে – মোবাশ্বের আলম ভূইয়া ভ্রাতৃত্ব বন্ধনের প্রত্যয়ে দৈনিক আজকের জীবন পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল কুমিল্লা মহানগরীর শ্যুটার রাজিব গ্রেফতার মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত গোমতী নদীতে মাটি কাটার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না- জেলা প্রশাসক কুমিল্লা সংযম সাধনার মাসে বাজারে ভোগান্তি কেন?

ইসলামে কৃতজ্ঞতা প্রকাশ (জাযাকাল্লাহু)

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।। যে কোন ভাল, সুন্দর,উত্তম এবং কল্যাণকর কাজ করলে শোকরিয়া আদায় করা বা কেউ করলে প্রশংসা করাকে কৃতজ্ঞতা প্রকাশ বলে। মানুষ মাত্রই ভুল করতে পারে। কিন্তু আমাদের উচিত ভুল প্রকাশ পাওয়া মাত্রই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে- দুঃখ প্রকাশ করা। এটাই ইসলামের শিক্ষা। ভুল করার পর সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ, জ্ঞানীর স্বভাব। ঠিক তেমনি একটি উত্তম ও প্রশংসনীয় স্বভাব ও অভ্যাস হলো, কোনো উপকারীর প্রতি বিনম্রচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করা। বলা হয়, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়।

কৃতজ্ঞতার বিষয়ে অনেক সুন্দর শিক্ষা হাদিস শরিফে এসেছে। যেখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে হযরত রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এ বিষয়ে শিক্ষা দিয়েছেন। ইরশাদ হচ্ছে, উসামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন তুমিও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। তখন তুমি যদি তাকে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলো, তাহলে দায়িত্বশীল তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে। অন্য আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেউ যদি তোমাদের সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করো (তাকে কিছু উপহার দাও), যদি কিছু দিতে না পারো, অন্তত তার জন্য দোয়া করো। যাতে সে বুঝতে পারে যে, তুমি তার প্রতি কৃতজ্ঞ। (আবু দাউদ) হাদিসে বর্ণিত ‘জাযাকাল্লাহু খায়রান’ শব্দের অর্থ হলো, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। এই শব্দের কাছাকাছি আরেকটি শব্দ হলো ‘শুকরান’। এর অর্থ আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ বাংলা শব্দ। এটা প্রশংসাবাদ, সাধুবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপক উক্তি। আর ‘থ্যাংক ইউ’ ইংরেজি শব্দ। এর অর্থ আপনাকে ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উল্লিখিত শব্দগুলোর মধ্যে কোনটা আরবি, কোনটা বাংলা বা ইংরেজি, সেদিকে না তাকিয়ে শুধু এ শব্দগুলোর অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ‘ জাযাকাল্লাহু’ বাক্যটি সবচেয়ে সারগর্ভ। কারণ এতে শুধু কৃতজ্ঞতা প্রকাশ নয়, বরং উপকারীর জন্য কল্যাণের প্রার্থনাও আছে। আর যদি বলা হয়, ‘জাযাকাল্লাহু খায়রান ফিদ্দারাইন’ তথা আল্লাহ দুনিয়া ও আখেরাতে আপনাকে উত্তম বিনিময় দান করুন। তাহলে তো সোনায় সোহাগা। কেউ ‘জাযাকাল্লাহু’ বললে উত্তরে ‘ওয়া ইয়্যাকা’ বা ‘ওয়া ইয়‍্যাকুম’ বলা যায়। অর্থাৎ আল্লাহ আপনাকেও দান করুন। চলুন,এসব ছোট ছোট বাক্য বা কথা দ্বারা আমরা আমাদের জীবনকে সুন্দর করে ঘরে তুলি। মহান আল্লাহ তায়ালা সেই তাওফিক দান করুক, আমিন।।

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্ম ও সমাজ সচেতন লেখক, ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক ও চেয়ারম্যান -গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন