প্রভাত সংবাদ ডেস্ক : হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। ভাই-বোনের সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করতেই রাখি উত্সব পালন করে থাকে। রাখির সুতোয় আরো গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই-বোনের সম্পর্ক একথা আমরা শুনে থাকি। তবে কখনো কি সাপকে রাখি বাঁধতে শুনেছেন? না শুনলেও এমনটাই হয়েছে ভারতের বিহারে।
সেখানকার এক সাপুড়ে রাখিবন্ধনে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন। ছাপড়া জেলায় রাখি উৎসবের সময় সবাইকে আনন্দ দিতে ঝুঁকির এক কাজ করেছিলেন সাপুড়ে। কিছুক্ষণ বিন বাজিয়ে সাপের খেলা দেখিয়ে খুব হাততালি পাওয়ার পর সে সাপুড়ে মজা দেখাতে গিয়ে সাপের গায়ে রাখি বাঁধতে চান।
তখন জোরে জোরে বলতে থাকেন, ‘আয় বাবা সাপ বাবাজি তোর হাতে রাখি বেঁধে দিই। লোকে দেখুক, তুই আমার ভাই।’ সাপুড়ে তারপর সাপের একেবারে মুখের সামনে হাত দিয়ে তার কপালে টিকা পড়াতে যায়। ভয় পেয়ে সেই সাপটা ছোবল মারে তার মালিককে। আর তখন সাপের ছোবল খেয়ে জ্ঞান হারান সেই সাপুড়ে। আশঙ্কাজনক অবস্থা তাকে সামনের এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
জানা যায়, সেই ব্যক্তি সাপের খুব ভক্ত। বিভিন্ন জায়গা থেকে সাপ ধরে আনে। তবে খুব বেশি দিন ধরে সাপের খেলা দেখাচ্ছিলেন তা নয়। তিনি ঠিক করেছিলেন এবারের রাখিতে সাপকে রাখি পরিয়ে তিনি সবার মন জিতবেন। তার খেলা দেখতে অনেকে জড়ো হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সব কিছু পরিকল্পনা অনুযায়ী হলো না।
बिहार के सारण में बहन से साप को राखी बंधवाना महंगा पड़ गया साप के डसने से भाई की चली गई जान pic.twitter.com/675xsgnZ6N
— Tushar Srivastava (@TusharSrilive) August 23, 2021
ডে/বা