1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা বুড়িচংয়ে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত বাংলার কৃষক শ্রমিক জনতা কুমিল্লা গোমতী নদীর পুরো চর জুড়ে সবুজের সমারোহ।। সবজি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের রক্তস্বল্পতা দূর করতে পারে যেসব খাবার টিপু সুলতান ছিলেন একজন ধর্মনিরপেক্ষ শাসক আধুনিক অপটিকাল সিস্টেম, আলো পথ দেখাচ্ছে ঝিনুক চীনা নরম খোলসধারী কচ্ছপের চাষ, প্রজনন ও চাষ ব্যবস্থাপনা পদ্ধতি ইসলামী ফ্রন্টের বিবৃতি।। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা বুড়িচংয়ে মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেডিকেল শিক্ষা : জ্ঞান, দক্ষতা ও মনোভাব

বাছুরে খাচ্ছে ছাগলের দুধ!

  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ ডেস্ক: আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরের দুধ বিড়াল খাওয়া বা বিড়ালের দুধ কুকুরে খাওয়ার কথা শুনেছি। কিন্তু এবাট ঘটলো এক আজব ঘটনা টাঙ্গাইলের ভূঞাপুরে। টানা চার মাস ধরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহ জাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে ঘটেছে এ ঘটনা। এতে এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। এ দৃশ্য এক নজর দেখতে কৃষক শাহ জাহান তালুকদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

সরেজমিনে দেখা গেছে, কৃষক শাহ জাহান নিজেই সকালে গোয়াল ঘর থেকে ছাগল ও গরু বের করছেন। প্রথমে ছাগল ও গাভি গরু বের করেন। এরপর বাছুরকে বের করার সঙ্গে সঙ্গেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করল। বিষয়টি দেখে সবাই আশ্চর্য। যারা শুনে বিশ্বাস করতে চাচ্ছেন না তারা এ দৃশ্য দেখতে ভিড় করছে শাহ জাহানের বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে না কিন্তু বাছুরকে ঠিকই খেতে দিচ্ছে।

কৃষক শাহ জাহান তালুকদার বলেন, ‘গত চার মাস আগে বাড়িতে একটি ছাগল ২টি বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর গাভিও একটি বাচ্চার জন্ম দেয়। তারা যার যার মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে। হঠাৎ একদিন দেখতে পাই বাছুর ছাগলের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে খুবই আশ্চর্য হলাম। এর আগে শুনেছি যে, ছাগলের বাচ্চা গরুর দুধ খায় কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় তা এই প্রথম দেখলাম। ছাগলের দুধ বাছুরে খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ বাড়িতে আসছেন।’

এ দৃশ্য দেখতে আসা আলমগীর, শাহ জামাল, দিলশাদ ও রনি বলেন, গাভির দুধ ছাগলের বাচ্চায় খায় এর আগে দেখেছি, কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় এমন দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যিই এক আশ্চর্যের বিষয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস বলেন, প্রাণীকুলে এমনটি হতে পারে। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরকে দুধ খাওয়াতে পারে। এ রকম ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন