প্রভাত সংবাদ ডেস্ক : এক হাতে শিশু বাচ্চা কোলে নেওয়া, আরেক হাত দিয়ে বিমানের ওভারহেড কেবিন থেকে লাগেজ নামালেন। এরপর এক পা উপরে তুলে সেটি দিয়ে কেবিন বন্ধ করলেন। অবিশ্বাস্য!
সম্প্রতি বিমানের ভেতর এক নারীর এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ফিগেন নামে এক নারী। ক্যাপশনে লিখেন, ‘ওহ মাই গড সো কুল’
কেউ হয়তো বলবেন, আশপাশে কোনো কেবিন ক্রু না থাকাতেই এমনটি করেছেন ওই নারী। কিন্তু ভিডিওটি দেখে মনে হচ্ছে, আশপাশে কেবিন ক্রু আছে কি নেই সেদিকে লক্ষ্য করেননি ওই নারী। লাগেজ নামানোর পর পরই নিজ থেকে এটা করেন।
( লিংঙ্কে ক্লিক করে দেখে নিন সেই ভিডিও)
https://youtube.com/shorts/2V6GGiCuIrQ?feature=share
#ই/ফ/