1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা বুড়িচংয়ে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত বাংলার কৃষক শ্রমিক জনতা কুমিল্লা গোমতী নদীর পুরো চর জুড়ে সবুজের সমারোহ।। সবজি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের রক্তস্বল্পতা দূর করতে পারে যেসব খাবার টিপু সুলতান ছিলেন একজন ধর্মনিরপেক্ষ শাসক আধুনিক অপটিকাল সিস্টেম, আলো পথ দেখাচ্ছে ঝিনুক চীনা নরম খোলসধারী কচ্ছপের চাষ, প্রজনন ও চাষ ব্যবস্থাপনা পদ্ধতি ইসলামী ফ্রন্টের বিবৃতি।। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা বুড়িচংয়ে মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেডিকেল শিক্ষা : জ্ঞান, দক্ষতা ও মনোভাব

থানায় ইঁদুরের দৌরাত্ম্য! গ্রেফতারে অক্ষম পুলিশ; মোতায়েন করা হলো বিড়াল বাহিনী!

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রভাত সংবাদ ডেস্ক : মানুষ বিপদে পড়লে পুলিশের দ্বারস্থ হন। কিন্তু যদি তাঁরাই বিপদের মুখে পড়েন? বিপদের নাম ইঁদুর। পুলিশ স্টেশনের ভিতর ইঁদুরের মারাত্মক দৌরাত্ম্য। তাই তাদের হাত থেকে বাঁচতে পুলিশ স্টেশনে বিড়াল-বাহিনী মোতায়েন করল পুলিশ। বেঙ্গালুরু শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্নাটকের গৌরীবিদানুর গ্রামীণ পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটেছে।

গৌরীবিদানুর পুলিশ স্টেশনটি ২০১৪ সালে তৈরি হয়। পুলিশ সূত্রে খবর, এই স্টেশন তৈরির পর থেকেই সেখানে ইঁদুরের দৌরাত্ম্যে টেকা দায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নষ্টও হয়েছে ইঁদুরের জ্বালায়। অনেক চেষ্টা করেও পুলিশকর্মীরা এই বিপদ থেকে রেহাই পাননি। সমস্যা থেকে অব্যাহতি পেতে পুলিশ স্টেশনেই দু’টি বিড়াল পুষল পুলিশ।

একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় গৌরীবিদানুর থানার সাব-ইনস্পেক্টর বিজয় কুমার জানান, স্টেশনের অনতিদূরে একটি জলাশয় রয়েছে। সেই কারণেই স্টেশনের ভিতরে ইঁদুরের সংখ্যা বেশি। প্রথমে একটি বিড়াল পোষার পর ইঁদুরের উৎপাত বেশ খানিকটা কমে। এর পর আরও একটি বিড়াল পোষা হয়। বিড়ালগুলি এখনও পর্যন্ত তিনটি ইঁদুর মেরেছে। বিড়াল দু’টি এখন তাঁদের পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছে বলেও বিজয় কুমার জানিয়েছেন।

প্রসঙ্গত, কর্নাটকের বহু দফতর প্রতি বছর ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে বহু অর্থ ব্যয় করে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্য সরকার ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে এই খাতে প্রায় ২০ লক্ষ টাকা খরচ করেছে।
#আ/বা/প/

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন