1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না–এলজিআরডি উপদেষ্টা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই হবে এ সরকারের প্রধান দায়িত্ব- ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লা বুড়িচংয়ে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক কুমিল্লা দেবিদ্বারে শিক্ষকের পদত্যাগ দাবি করে চেয়ারে বসলো ছাত্র, ইউএনও বললেন ‘এটি মেনে নেওয়া যায় না’ কুমিল্লার আওয়ামী লীগ নেতা টাইগার টিপু ভারতে পালানোর সময় বিজিবি’র হাতে আটক কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে এক কিশোরের মৃ-ত্যু কুমিল্লা চান্দিনায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত কুমিল্লা চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, দেড় হাজার মানুষ পেলেন চিকিৎসা সেবা

কুমিল্লায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

নেকবর হোসেন, কুমিল্লা ।। কুমিল্লা বরুড়ায় জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ফার্নিচার ব্যবসায়ী শহীদ উল্লাহকে হত্যার দায়ে ৪জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন।
এদিকে বাবার হত্যাকারীদের বিচারের উদ্দেশে আইনজীবী হয়েছেন ছেলে মোঃ আবু নাসের। ২৫ বছর পর তিনি বিচার পেলেন। জমি নিয়ে বিরোধের জের ধরে খুন করা হয় ওই আইনজীবীর বাবাকে। বাবাকে খুন করার সময় ওই আইনজীবী পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন,কুমিল্লা বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইউছুফ, বনি আমীন, ইউছুফের ভাতিজা সোলায়মান, ইউছুফের শ্যালক আবদুল হক এবং যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি ইউসুফের বড় বোন রজ্জবী বিবি।
মামলার বিবরণে জানা যায়- জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৮ সালের একুশে মে দিনের বেলায় আসামিদের সঙ্গে ওই আইনজীবীর বাবা ফার্নিচার ব্যবসায়ী মোঃ শহীদ উল্লাহ’র কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে ঐদিন দিবাগত-রাত সাড়ে ৮টার দিকে আসামিরা আইনজীবীর বাবাকে পরানপুর বাজারের পশ্চিম পাশে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লায় হসপিটালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছোটভাই ও বরুড়া বিজরা মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আমান উল্লা বাদী হয়ে ১৯৯৮ সালের ২২ মে একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ ইউসুফসহ ১৫ জনকে আসামি করে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি মোঃ ইউসুফসহ ১৫জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ১৯৯৯ সালের ৮ এপ্রিল একটি এবং ২০০৪ সালের ৩০ অক্টোবর আরেকটি সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

রাষ্টপক্ষের কৌশলী আইনজীবী এপিপি মোঃ নুরুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত রায় বাস্তবায়ন করবেন।
আসামিপক্ষের এডভোকেট আঃ মমিন ফেরদৌস বলেন, এ রায়ের কপি হাতে পেলে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে। এছাড়াও রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলীর পাশাপাশি মামলার ব্যক্তিগত আইনজীবী ছিলেন- কুমিল্লা বারের সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাসুদ সালাউদ্দিন ও নিহতের ছেলে অ্যাডভোকেট মোঃ আবু নাসের।
মামলায় ১৫জন আসামির মধ্যে রায় ঘোষণাকালে মৃত্যুদন্ড প্রাপ্ত ৪ জন ও যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত একজন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকীরা মামলার দায় হইতে অব্যাহতি পায়। এর মধ্যে ৩জন আসামি মামলা চলাকালীন সময়ে মৃত্যু হয়।
নিহতের ছেলে আইনজীবী মোঃ আবু নাসের বলেন- আমার পিতাকে যখন হত্যা করা হয়, তখন আমি পঞ্চম শ্রেণিতে পড়ি। আমি আমার মায়ের অনুপ্রেরণায় পিতার খুনিদের বিচার নিশ্চিত করতে আইনজীবী হয়েছি। ২৫ বছর পর হলেও একজন সন্তান হিসেবে আমি আমার পিতা হত্যার বিচার নিশ্চিত করতে পেরেছি, এটা আমার অনেক বড় পাওয়া।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন