1. provatsangbad@gmail.com : প্রভাত সংবাদ : প্রভাত সংবাদ
  2. mdjoy.jnu@gmail.com : dainikjoybarta.online : Shah Zoy
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না–এলজিআরডি উপদেষ্টা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই হবে এ সরকারের প্রধান দায়িত্ব- ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লা বুড়িচংয়ে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক কুমিল্লা দেবিদ্বারে শিক্ষকের পদত্যাগ দাবি করে চেয়ারে বসলো ছাত্র, ইউএনও বললেন ‘এটি মেনে নেওয়া যায় না’ কুমিল্লার আওয়ামী লীগ নেতা টাইগার টিপু ভারতে পালানোর সময় বিজিবি’র হাতে আটক কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে এক কিশোরের মৃ-ত্যু কুমিল্লা চান্দিনায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত কুমিল্লা চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, দেড় হাজার মানুষ পেলেন চিকিৎসা সেবা

দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লা দাউদকান্দি উপজেলার গোয়ালনারী ইউনিয়নের ঢুলী নছরুদ্দী এলাকার ঢালি হাউজে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণ ও বিপণন করার দায়ে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, নেওয়াজ নামক এক কোম্পানির গ্যাসের বোতল থেকে একটি মটর যন্ত্রের মাধ্যমে অধিক মুনাফার আশায় বসুন্ধরা, ফ্রেশ, যমুনা, ওমেরা, ডেলটা প্রভৃতি প্রতিষ্ঠানের লোগোসমৃদ্ধ সিলিন্ডার বোতলে অবৈধভাবে ও অনুমতিহীনভাবে গ্যাস ট্রান্সফার করা হচ্ছে। এতে একদিকে যেমন গ্রাহকদের সাথে প্রতিশ্রুত পণ্য না দেওয়ার প্রতারণা করা হচ্ছে; অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ অর্থাৎ গ্রাহকের জীবন বিপন্ন হবার মতো ঘটনা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এভাবে অবৈধ ও অনিরাপদচাবে উন্মুক্ত গ্যাস ট্রান্সমিশনের ফলে সিলিন্ডার বিস্ফোরণ এর মারাত্মক আশংকা তৈরি হচ্ছে মর্মে এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এরশাদ হোসাইন জানান, “এখানে শতশত সিলিন্ডারের মধ্যে একটির বিস্ফোরণ হলেই বিশাল অগ্নিসংযোগ সংঘটিত হবার ঝুঁকি রয়েছে এবং এতে এ বাড়ি ও তার আশেপাশের এলাকায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। এসব সিলিন্ডার ব্যবহারকারী বসতবাড়িতেও অগ্নিসংযোগ ঘটার আশংকা থাকবে কেননা সিলিন্ডার প্যাকেজিং ও লেভেলিং-এ ন্যুনতম নিরাপত্তা রক্ষা করা হচ্ছে না।”এর আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা দন্ড প্রদান করা হয়েছিল।
শনিনার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণ ও বিপণন করার সাথে সরাসরি সম্পৃক্ত ৩ জনকে হাতেনাতে আটক করা হলে তারা প্রত্যেকেই দোষ স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। পরে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রয়োগ করে সেবাগ্রহীতার জীবন হানিকর এ কার্যক্রমের সাথে জড়িত থাকার জন্য প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, ঢুলী নছরুদ্দি গ্রামের অলিউল্লাহর ছেলে ফেরদৌসী, একই এলাকার শাহাজাহানের ছেলে আ.হাকিম ও মমিনের ছেলে হাবিব হাসান।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমের উপস্থিতে থেকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন