প্রভাত সংবাদ ডেস্ক : ১২তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আব্দুর রউফ তালুকদার। দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে মঙ্গলবার যোগ দেন তিনি। এর আগে অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি।
গত ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আবদুর রউফ তালুকদারকে গভর্নর হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।
সেই হিসেবে মঙ্গলবার থেকে আগামী চার বছরের জন্য গভর্নরের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন কর্মস্থলে পৌঁছান আব্দুর রউফ তালুকদার। এ সময় ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
#স/কা